ঐশীর প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর।৩ ডিসেম্বর একযোগে দেশে ও দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে; আরও আগে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তির দিনক্ষণ পেছানোয় ঐশীর অপেক্ষার দিন বেড়েছে।

ঐশী  বলেন, “সবশেষ কয়েকদিন খুব নার্ভাস লাগছিল, টেনশন হচ্ছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে আর কিছু ফিল হচ্ছে না। হয়তো সবকিছু এক্সট্রিম পর্যায়ে গেছে, সেকারণে আর কিছু ফিল হচ্ছে না।”

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরেফিন শুভ। শুভ ও ঐশী ছাড়াও এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ঐশীর দ্বিতীয় চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এটি ছাড়াও তরুণ পরিচালক আবু তাওহীদ হারুনের ‘আদম’ নামে একটি চলচ্চিত্রের কাজ করেছেন ঐশী; সেটিও মুক্তির অপেক্ষায় আছে।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + 13 =