ওজনদার টম ক্রুজ সোশ্যাল মিডিয়ায়

মুক্তির অপেক্ষায় রয়েছে টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ ও ‘মিশন ইমপসিবল’-র পরবর্তী কিস্তি। তবে মহামারি করোনাভাইরাসের কারণে দুটি ছবির মুক্তিই পিছিয়েছে।হাতে এখন কোন কাজ নেই আর এই ফাঁকা সময়টা দারুণভাবে উপভোগ করছেন টম ক্রুজ।

শনিবার (১৬ অক্টোবর) বেসবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন টম ক্রুজ। গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন হলিউডের এই তারকা। আর তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।টম ক্রুজের ছবিটি প্রথম দেখায় তাকে চেনাই দায়। কেননা হলিউডের এই অভিনেতার ওজন বেড়েছে অনেক। চেহারাতেও পড়েছে বয়সের ছাপ।

বলা ভালো টুইটারে ট্রেন্ড করছেন টম ক্রুজ। কীভাবে এই হলিউড তারকা এতটা ওজন বাড়ল সেটাই আলোচনার মূল কারণ। কারও মতে, নতুন কোনও ছবির জন্যই এই বডি ট্র্রান্সফরমেশন। কেউ আবার মনে করছেন, লকডাউনে বাড়িতে বসেই বেড়েছে ওজন।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =