ওভাল টেস্টের জীবন্ত উইকেটে প্রথম দিনশেষে নিয়ন্ত্রণে ইংল্যান্ড

টেন্ডুলকার -অ্যান্ডার্সন টেস্ট সিরিজ

ক্রিকেটের দুই বিশ্ব মোড়ল ইংল্যান্ড আর ভারতের মধ্যে অনুষ্ঠান রত ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ৪ ম্যাচ শেষে ২-১ এগিয়ে  আছে স্বাগতিক ইংল্যান্ড। লন্ডনের ওভাল মাঠে সবুজ ঘাসে আচ্ছাদিত উইকেটে আজ থেকে শুরু হওয়া  ৫ম টেস্টের প্রথম দিন শেষে ভারত করেছে ২০৪/৬।  আগের চারটি টেস্টে শেয়ানে শেয়ানে লড়াই হয়েছে।দুই দলের ব্যাটসম্যানরা অনেক নতুন মেইল ফলক স্থাপন করে টেস্ট ম্যাচের ২০ সেশন প্রাণবন্ত রেখেছিলো। ওভাল টেস্টে প্রথম বারের মত পেসি বাউন্সি উইকেট এবং বাড়তি সিম মুভমেন্ট আছে. ইংল্যান্ড ক্লান্ত পরিশ্রান্ত বোলারদের বিশ্রাম দিয়ে চার জন নতুন খেলিয়েছে। ভারতের পরাক্রমশালী ব্যাটিং লাইন পরিস্থিতি সামাল দিতে পারে নি. দিনশেষে করুন নেয়ার ৫২ আর ওয়াসিংটন সুন্দর ১৯ রানে অপরাজিত আছে. এই উইকেটে ২৮০-৩০০ রান প্রতিদ্বন্দ্বিতা মূলক হতে পারে। আর যাই হোক ওভাল টেস্ট প্রতি দিন বৃষ্টি বিঘ্নিত না হলে শেষ সেশন পর্যন্ত গড়াবে বলে মনে হচ্ছে না.

গুরুত্বপূর্ণ এই টেস্টে ভারত জয়ী হলে সিরিজ ২-২ অমীমাংসিত থাকবে। স্মরণে আছে ভারত ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে লড়াই করে পরাজয় এড়িয়েছে। দীর্ঘ এই সিরিজে অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক উইকেটে দীর্ঘ সময় বোলিং করার কারণে উভয় দলের প্রথম চয়েস পেস বোলাররা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ায় উভয় দল বেশ কিছু পরিবর্তন এনেছে। ইংল্যান্ড দলে নেই দলের প্রাণ ভোমরা অধিনায়ক বেন স্টোকস ,পেসার জোফরা  আর্চার, ব্রেডন কেস।  ভারত একই ভাবে বিশ্রাম দিয়েছে মূল স্ট্রাইক বলার জাসপ্রিত বুমরাকে। আহত থাকা ঋষভ পান্ট নেই দলে।  সীমিত সময়ে ৫ টেস্টের সিরিজ বর্তমান সময়ে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার দারুন পরীক্ষা নিয়ে থাকে।  আইসিসির ভেবে দেখার সময় এসেছে সিরিজগুলো ৩ অথবা বড়জোর ৪ ম্যাচে সীমিত রাখা যায় কিনা।

গুরুত্বপূর্ণ এই টেস্টে টস জয় ইংল্যান্ড দলকে বাড়তি সুবিধা দেয়। মেঘে ঢাকা আকাশের নিচে সবুজ উইকেটে প্রথম বোলিং পাওয়ার সুযোগ পেয়ে নতুন ভাবে সাজানো পেস আক্রমণ ভারত ব্যাটসম্যানদের কোনঠাসা করে ফেলে। যশোভি জয়সোয়াল এই সিরিজে নিজের মূর্তিতে সক্রিয় থাকতে আবারো বার্থ হয়. ব্যাট হাতে ধারাবাহিক থাকা কে এল রাহুল কাল বার্থ হয়. ৩৮ রানে দুই ওপেনারদের হারিয়ে কোনঠাসা হয়ে পরে ভারত। অধিনায়ক শুভমান গিল ,সাই সুন্দরামকে সাথী করে দলকে এগিয়ে নেয়ার সময় দুঃখজনকভাবে ২১ রান করে রান আউট হয়ে বিদায় নিলে ছন্দ পতন ঘটে ভারতের। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত স্কোর এক সময় দাঁড়িয়েছিল ৬/১৫৩।  বৃষ্টি এসে খেলার  উল্লেখযোগ্য অংশ ধুয়ে নেয়।  সংগ্রাম করে করুন নায়ার (৫২* ) আর ওয়াশিংটন সুন্দর (১৯*) অবিচ্ছিন্ন ৭ম উইকেটে ৫১ রান যোগ করে ভারতের আশার প্রদীপ টিম টিম করে জ্বালিয়ে রেখেছে। ম্যাচে টিকে থাকতে হলে ভারতকে অন্তত ২৮০-৩০০ রান করতে হবে. এই উইকেটে কোন দল স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারবে বলে মনে হয় না. ভারত কেন মিস্ট্রি স্পিনার কুলদীপ যাদবকে দলে নিলো না. হয়ত টেস্ট এবং সিরিজ শেষে ভারতকে আফসোস করতে হতে পারে। আপাতত এই টেস্টে প্রথম দিন শেষে ইংল্যান্ড এগিয়ে আছে বলা যায়.

ভারত প্রথম ইনিংস ২০৪/৬  , ৬৪ ওভার  ( করুন নায়ার ৫২* ,সাই সুন্দরাম ৩৮, শুভমান গিল ২১, দ্রুব জুৱেল ১৯, ওয়াশিংটন সুন্দর ১৯* , গাস আটকিন্সন ২/৩১, জস টঙে ২/৪৭)

ইংল্যান্ড সিরিজে এগিয়ে ২-১।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − seven =