ওয়েব সিরিজ ‘তাকদীর’ ভারতে পুরস্কার পেল

বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘তাকদীর’র ঝুলিতে এবার উঠলো বর্ষসেরা পুরস্কার। চঞ্চল চৌধুরী অভিনীত ঢাকাই সিরিজটি পুরস্কার জিতলো ভারতে। প্রযোজনা প্রতিষ্ঠান হইচই জানায়, আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সেরার পুরস্কার পেয়েছে ‘তাকদীর’।

ভারতের বিনোদন শিল্পের মার্কেটিং নিয়ে কাজ করে প্রোম্যাক্স। আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে হইচইয়ের ‘তাকদীর’র সঙ্গে প্রতিযোগিতায় ছিলো জি-ফাইভের ‘এএলটি বালাজি’ এবং হটস্টারের ‘এবং ভূত’। তবে তাদের পেছনে ফেলে ঢাকার শিল্পী-নির্মাতার ‘তাকদীর’ সেরা হলো। সিরিজটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়।

পুরস্কার প্রাপ্তিতে হইচই বাংলাদেশের প্রধান শাকিব আর খান বলেন, ‘প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ড মর্যাদাপূর্ণ। এই পুরস্কার পাওয়া আমার কাছে এখনও পরাবাস্তবের মতোই লাগছে। ঢাকার বুক থেকে জন্ম নেওয়া একটি গল্প সেরা ভারতীয় বিষয়বস্তুর মধ্যে পুরস্কৃত হওয়াটা আরও ভালোলাগার।’

সিরিজটি নির্মাণ করেছেন ঢাকার তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু ও ইন্তেখাব দিনার। একটি লাশবাহী ফ্রিজার ভ্যান চালক তাকদীরকে ঘিরে এর গল্প।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + 12 =