কণ্ঠশিল্পী মো‌মিন বিশ্বা‌সের জন্ম‌দিন আজ

মাসুম আওয়াল

গুণী সংগীত শিল্পী মো‌মিন বিশ্বা‌সের জন্ম‌দিন আজ (৯ জানুয়া‌রি)। আজ‌কের এই দি‌নে রাজশাহী বিভা‌গের এক‌টি সবুজ শ‌্যামল গ্রা‌মে জ‌ন্মে‌ছি‌লেন তি‌নি। রঙবেরঙ এর পক্ষ থে‌কে তা‌কে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা। বর্তমা‌নে ঢাকা শহ‌রে বসবাস কর‌ছেন এই মো‌মিন। সমান তা‌লেই গান গে‌য়ে চ‌লে‌ছে চল‌চ্চি‌ত্রে ও টে‌লিভিশন চ‌্যা‌নে‌লের নানা অনুষ্ঠা‌নে।

মো‌মিন বিশ্বা‌সের গানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার গল্প‌টি দারুণ। ছোট‌বেলা থে‌কেই গান ক‌রেন তি‌নি। বাংলাদেশের নন্দিত গায়ক এন্ড্রু কিশোর এর মাধ্যমে উস্তাদ কাজী মন্টু’র কাছে গানের হাতেখড়ি হয় তার। খ‌্যা‌তিমান শিল্পী এন্ড্রু কিশোর এর কাছে দীর্ঘদিন সঙ্গীতের নানা বিষয়ে তালিম নেওয়ার পর আলাউদ্দিন আলীর হাত ধরে চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে সঙ্গীত জগতে পথচলা শুরু হয়। দেশের অনেক গুণী সংগীত পরিচালকের সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তার। এরই মধ্যে ৫০ এরও বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। আর অন্যান্য কাজ তো চলছেই।

মোমিন বিশ্বাস ব‌লেন, ‘আমার যাবতীয় পরিকল্পনা ও ধ্যান জ্ঞানই ছিল এবং আছে প্লেব্যাক নিয়ে! প্লেব্যাক এবং নিজের গানেই বেশি মনযোগী এবং স্থির হতে চে‌য়ে‌ছি সব সময়। আমার বর্তমান ব্যস্ততাও চল‌চ্চি‌ত্রের গান নি‌য়ে। কয়েকটি চলচ্চিত্রের গান নিয়ে কাজ চলছে! পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বেশকিছু নতুন মৌলিক গানের কাজ করছি।’

সংসার জীব‌নেও একজন সুখী মানুষ মো‌মিন বিশ্বাস। কণ্ঠশিল্পী স্বরণের স‌ঙ্গে তি‌নি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০২১ সালের ২৬ আগস্ট।  ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় তা‌দের।  পরবর্তীতে ঢাকায় দু একটি অনুষ্ঠানে একস‌ঙ্গে গে‌য়ে‌ছেন। ত‌বে তখ‌নো জানা‌ছি‌লো না একস‌ঙ্গে এক জীবন কাটা‌বেন তারা। সম‌য়ের ব‌্যাবধা‌নে নিয়‌তি এক ক‌রে দি‌য়ে‌ছে তা‌দের।

বর্তমা‌নে মোমিনের প্যাশন এবং পেশা দুটোই সঙ্গীত। তার প্রিয় রঙ কালো ও নীল। প্রিয় ফুল  পেয়ারার ফুল। প্রিয় শহর  রাজশাহী ও নওগাঁ। প্রিয় গ্রাম : জামদই। প্রিয় বই: ইদিপাস(সফোক্লিস রচিত)।

প্রিয় মানুষ তার বাবা ও মা।  যেকোন পিঠা খে‌তেই পছন্দ ক‌রেন। প্রিয় সময় : সারাদিনের কাজ শেষ করে বাসায় পৌঁছে ফ্রেশ হওয়ার পরের সময়টা। প্রিয় শখ : সিনেমা দেখা, ক্রিকেট খেলা দেখা, ঘুরে বেড়ানো ও বিভিন্ন শিল্পীর গাওয়া গান শোনা। আর প্রিয় ঋতু : শীতকাল।

শীতকা‌লের এবা‌রের জন্ম‌দিনটা ম‌নে রাখার মত হোক মো‌মিন বিশ্বা‌সের। সব‌শে‌ষে আরও জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা তার জন‌্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five − 3 =