কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সখ

প্রথমবার মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে।নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ।

গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।

বুধবার রাতে জন জানান, গত ২৩ সেপ্টেম্বর আমাদেন সংসারে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা-মেয়ে দু`জনই সুস্থ রয়েছে। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে গেল সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে। যেখানে মাতৃত্বকালীন সময়ে শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে এ অভিনেত্রীর। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠে ছিল সোশ্যাল মিডিয়া।

কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সঙ্গে গত ২০২০ সালের ১২ মে শখের বিয়ে হয়।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + seven =