কপ৩০-এর ১০ম দিনে জাতিসংঘ মহাসচিবের ব্রিফিং: “শেষ মুহূর্তের সাহস” দেখানোর আহ্বান

এক উচ্চপ্রোফাইল সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস COP30 আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া মুহূর্তে দেশগুলোর প্রতি “শেষ মুহূর্তের সাহস” দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ব “সময়ের বাইরে চলে গেছে, কিন্তু সমাধানের বাইরে নয়”—এ কারণে একটি শক্তিশালী এবং ন্যায়সঙ্গত বেলেম প্যাকেজ চূড়ান্ত করা এখন অত্যন্ত জরুরি।

গুতেরেস সতর্ক করে বলেন, জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে দুর্বল প্রতিশ্রুতি এবং যথাযথ জলবায়ু অর্থায়নের অভাব “সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি বিশ্বাসঘাতকতার শামিল,” যারা জলবায়ু বিপর্যয়ের জন্য সবচেয়ে কম দায়ী। তিনি স্পষ্ট ভাষায় জীবাশ্ম জ্বালানি থেকে ধাপে ধাপে সরে যাওয়ার প্রতিশ্রুতি, অধিক অভিযোজন তহবিল, এবং লস অ্যান্ড ড্যামেজ সহায়তার কার্যকর পথনির্দেশ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তিনি বলেন, “ইতিহাস অর্ধেক পদক্ষেপ মেনে নেবে না।”

মহাসচিব আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হতাশা এবং অবিশ্বাস বাড়ছে, কারণ পূর্বের অঙ্গীকারগুলো অনেকটাই পূরণ হয়নি। তিনি ধনী দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন যে, “বিশ্বস্ত, বড় পরিমাণ এবং পূর্বনির্ধারিত” জলবায়ু অর্থায়ন নিশ্চিত না হলে উচ্চাভিলাষী জলবায়ু কার্যক্রম সম্ভব নয়।

ভেন্যুর ভেতরে বাড়তে থাকা উত্তেজনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে গুতেরেস শান্তিপূর্ণ প্রতিবাদকে গণতান্ত্রিক পরিবেশের অংশ হিসেবে স্বাগত জানান, তবে কোনো সহিংস বা বিপজ্জনক কর্মকাণ্ডকে নিন্দা করেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করাও গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনের শেষে তিনি আরেকবার আহ্বান জানান:“একটি শক্তিশালী COP30 এখনো সম্ভব। দরকার শুধু রাজনৈতিক সদিচ্ছা, সততা এবং বিশ্ব সংহতি। বিশ্ব তাকিয়ে আছে—এবং অপেক্ষা করছে।”

এদিকে, জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত ভাষা, গুরুত্বপূর্ণ খনিজ, আর্টিকেল ৬ এবং অর্থায়ন নিয়ে মন্ত্রী পর্যায়ের গভীর রাতের আলোচনা অনিশ্চয়তার মধ্যেই চলতে থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 19 =