করোনা শনাক্ত হার কমে ৫.৫৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এসময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারও কমে এসেছে পাঁচের ঘরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২২ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন।  গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৮ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্তের হার পাচ দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯২টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ২৭৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ১ জন। তাদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুজন আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন একজন।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − 7 =