করোনায় একদিনে ৪ মৃত্যু, শনাক্ত ১৭২৮

করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে গত এক দিনে চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৮ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে; মঙ্গলবার তা ১৬ দশমিক ৭৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ১ হাজার ৭৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী। তাদের ৩ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + 11 =