করোনায় এক দিনে শনাক্ত বেড়ে চারশর বেশি

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর আবার চারশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।

পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে।এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার চারশ ছাড়াল।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৭২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৯ শতাংশ। আর যে ৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × three =