করোনায় দৈনিক মৃত্যু দশের নিচে, শনাক্ত হার ২ দশমিক ৭৭

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দুঃসময় পেরিয়ে আসা বাংলাদেশে সাত মাস পর প্রথমবার দৈনিক মৃত্যু দশের নিচে নামল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ৬৪৫ জনের মধ্যে।

এর আগে সর্বশেষ ১১ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত সাত মাসে দৈনিক মৃত্যু কখনও দশের নিচে নামেনি। বরং করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৯৭ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৩ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪৫৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের ৭১ শতাংশের বেশি। যে ৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ৩ জন ঢাকা, ৩ জন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যুর খবর আসেনি।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =