করোনায় মৃত্যু শুধু ঢাকায়, দুজনই নারী

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে দুইজনের মৃত্যু হয়েছে, যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। মারা যাওয়া দুজনই ছিলেন ঢাকা জেলার বাসিন্দা; দুজনই নারী। অর্থাৎ, ঢাকা জেলা বাদে দেশের আর কোথাও গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর কোনো খবর আসেনি।

এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন করোনাভাইরাসে মারা গিয়েছিলেন ১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,  সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 1 =