করোনায় ‌একদিনে ৩৬ মৃত্যু, শনাক্ত হার ২৭ দশমিক ৪৩

দেশে করোনায় ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ১৯৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৩। আগের দিন এ হার ছিল ২৯ দশমিক ১৭।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৩ জন। এ ছাড়া খুলনায় ৭, রাজশাহীতে ৬, চট্টগ্রামে ৫, বরিশালে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 18 =