করোনা আক্রান্ত কারিনা কাপুর

আবার করোনার থাবা বলিউডে। এবার কোভিড পজিটিভ কারিনা কাপুর ।  করোনায় আক্রান্ত অভিনেত্রী ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরাও । দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন বলে খবর।

কারিনার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সংবাদ সংস্থা এএনআইয়ের মাধ্যমে খবরটি প্রকাশ্যে এসেছে। সেখানেই জানানো হয়েছে, কারিনা  ও তার বন্ধু অমৃতা সুরক্ষাবিধি লঙ্ঘন করে চুটিয়ে পার্টি করেছেন। একাধিক পার্টির অঙ্গ ছিলেন তারা। তাই গত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন প্রত্যেককে টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কিছুদিন আগেই মালাইকা অরোরা ও করিশ্মা কাপুরের সঙ্গে তাদের পার্টি করতে দেখা গিয়েছে। আর কারা কারা তাদের সঙ্গে গত কয়েকদিনে এই দুই অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। ২০২০ সাল থেকে বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন। করিনা ও অমৃতার ক্ষেত্রেও তেমনই হবে বলে আশা অনুরাগীদের।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =