কলকাতায় প্রথমবার গাইবেন সানি

কলকাতায় প্রথমবার গাইবেন ঢাকার তরুণ সংগীতশিল্পী আহমেদ হাসান, যিনি শ্রোতাদের মধ্যে সানি নামে পরিচিত। আগামীকাল বুধবার কলকাতার নিত্য গোপাল চ্যাটার্জি লেনে ‘পকেট সেশন’ শীর্ষক আয়োজনে গাইবেন তিনি।

কনসার্টটি আয়োজন করছে দ্য ক্যালকাটা এলিজি। এতে অংশ নিতে ইতিমধ্যে কলকাতায় হাজির হয়েছেন সানি। আজ মঙ্গলবার দুপুরে সানি প্রথম আলোকে জানান, এবারই প্রথমবার কলকাতার শ্রোতাদের সামনে আসছেন তিনি।

এতে আরও গাইবেন কলকাতার দুই সংগীতশিল্পী মৌসম ও আদিত্য।

আয়োজনটি নিয়ে এক ফেসবুক পোস্টে দ্য ক্যালকাটা এলিজি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গানের আয়োজন চলবে। টিকিটের দাম ৫০০ টাকা।

‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’-এর মতো আলোচিত গানের শিল্পী সানি গীতিকবি ও সুরকার হিসেবেও পরিচিত। মৌলিক গানের পাশাপাশি বব ডিলান, আল মাহমুদ ও শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + one =