কলকাতা রেলওয়ে ভবনে সত্যজিৎ রায়ের প্রতিকৃতি

২০২২ সালের ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। জগৎখ্যাত এই নির্মাতা-সাহিত্যিককে নিয়ে নানা আয়োজনে মেতেছে পশ্চিমবঙ্গ। তারই অংশ হিসেবে উন্মোচন করা হলো সত্যজিতের বিশেষ থ্রি-ডি ।

শহর কলকাতার টালিগঞ্জের ভবানী সিনেমার সামনে ফুটিয়ে তোলা হয়েছে সত্যজিৎ রায়ের প্রতিকৃতি। দক্ষিণ কলকাতার চারু মার্কেট সংলগ্ন মেট্রো রেলওয়ে ভবনের দেয়ালজুড়ে স্থান পেয়েছে এটি। যা দেখে মনে হবে, ক্যামেরা তাক করে শুটিং করছেন জীবন্ত সত্যজিৎ!

উদ্বোধনে উপস্থিত ছিলেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়, তার স্ত্রী ললিতা রায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ জহর সরকার প্রমুখ।উদ্বোধনের পর সত্যজিৎপুত্র সন্দীপ রায় বলেন, ‘দারুণ কাজ হয়েছে। আমরা খুব খুশি। গোড়ার দিকে একটু ভয় ছিল, জিনিসটি ঠিকমতো দাঁড়াবে কিনা। বাবার ম্যুরাল দেখে আমি তৃপ্ত।’

সত্যজিৎ রায়ের ওয়াল পেইন্টিংটা করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। চেন্নাইয়ের শিল্পী এ-কিল ছবিটি এঁকেছেন। জানা যায়, এই প্রথম কলকাতায় এরকম থ্রিডি চিত্র করা হলো।

বাংলা ‍ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =