কাজী রোজী করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজী।সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাজী রোজীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়।

তিনি বলেন, ‘মার একদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু এর আগে থেকেই তিনি নানান জটিল অসুস্থতায় আক্রান্ত ছিলেন। মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না।’তিনি মায়ের রোগমুক্তির জন্য বন্ধু-পরিজনদের কাছে দোয়া কামনা করেছেন।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাশ করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদক পান।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 10 =