কান উৎসবে ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে অনন্ত-বর্ষা

মঙ্গলবার (১৭ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যায় পর্দা উঠেছে ৭৫তম কান উৎসবের। কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের গ্র্যান্ড থিয়েটারে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের ঘোষণা করেন মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর।

এবারের উৎসবে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন অনন্ত। যেখানে দেখা যায় এই উৎসবে গিয়ে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সাক্ষাৎ পেয়েছেন বাংলাদেশের তারকা দম্পতি অনন্ত-বর্ষা।

অনন্তর পোস্ট করা একটি ছবিতে দেখা যায় একটি কক্ষে মোবাইলের দিকে তাকিয়ে হাসছেন তিনি। তার পাশেই দাঁড়িয়ে আছেন অভিষেক। একটু দূরে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে ঐশ্বরিয়া। অপর ছবিটি মূলত অনন্তর স্ত্রী বর্ষার সেলফি। যেখানে অভিনেত্রী ফ্রেমবন্দি হয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে।

ছবি দুটির ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘একসঙ্গে ঢালিউড এবং বলিউডের তারকারা। অনন্ত জলিল এবং খাদিজা পারভীন বর্ষা ঐশ্বরিয়া রায় রচ্চন এবং অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন।’

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =