নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্মদিন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ১৯৮১ সালের ১০ আগস্ট নরসিংদী জেলায় জন্মগ্রহন করেন। তার বাবা মুহাম্মদ ছায়েদ আলী ও মা  আফিয়া খাতুন। ৭ ভাইবোন তারা। তিনি অবিবাহিত। পেশায় নাট্য, চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা। প্রথম কাজ করেছিলেন রিগেইন টিভিসি। কাছের বন্ধু হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, মাসুম আহমেদ, মারুফ রেহমান, রবিন রহমান, মহসিন। তিনি পড়াশুনা করেছেন গোবিন্দপুর হাই স্কুল, ময়মনসিংহ ল্যাবরেটরী স্কুল, নিউ মডেল হাই স্কুল। পরবর্তীতে তিনি ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশেন শেষ করেন। তার ইচ্ছা বই পড়া ও ঘুরে বেড়ানো। বর্তমানে তিনি নিকেতন এ বসবাস করেন। প্রিয় সিনেমা ‘টারমিনাল’। প্রিয় ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ (সা:)। প্রিয় খাবার ডাল ও ভাত। প্রিয় রং সাদা, কালো, লাল। প্রিয় স্থান মালদ্বীপ। প্রিয় শিক্ষক শহিদুল্লাহ স্যার। ভবিষ্যত পরিকল্পনা কাজের মধ্যে যাতে বেঁচে থাকতে পারেন এমন একটি কাজ করে যাওয়া। অনেকেই জানেন না এমন তথ্য তিনি অবিবাহিত কিন্তু অনেকেই মনে করেন তিনি বিবাহিত। তার অপ্রাপ্তি হলো নিজের মতো একটি সিনেমা এখনো বানাতে পারেননি আর বাবা মাকে হজ্ব করাতে পারেননি। কথা ছিল তিনি ডাক্তার হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 4 =