কিম কার্দাশিয়ান কিনলেন ডায়নার নেকলেস

প্রিন্সেস ডায়নার এটলাস ক্রসটি কিনে নিয়েছেন ৪২ বছরের সুপারস্টার ও মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। স্কয়ার-কাট পান্নাজাতীয় মূল্যবান পাথর এবং বৃত্তাকারে কাটা হীরাতে বসানো এই ‘ক্রস’। হীরার ওজন হলো ৫.২৫ ক্যারেট। নেকলেসটি কিনতে কিম কার্দাশিয়ানের খরচ হয়েছে মাত্র ১ লাখ ৪৫৩ মার্কিন ডলার বা ৩২ লাখ টাকা। নেকলেসটি তিনি কিনেছেন বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান “সদেবি’র  নিলাম” থেকে।

এক বিবৃতিতে সদেবি নামের বিশ্বের সবচেয়ে বড় ফাইন আর্টস ও ডেকোরেটিভ আর্টের বহুজাতিক প্রতিষ্ঠানের লন্ডন অফিসের জুয়েলারি বিভাগের প্রধান ক্রিসচেন স্পপেফ বলেছেন, ‘এ একটি দুর্দান্ত রত্নরাজি তার আকারের দিক থেকেও, রং এবং স্টাইলের দিক থেকেও অনন্য; যাকে কোনো  অনুভূতিতে প্রকাশ করা সম্ভব নয়। আমরা আনন্দিত যে, বহুমূল্যের এই প্রিন্সেস ডায়নার গলার হার নতুন ঠিকানা খুঁজে পেল অবশেষে আরেকজন বিশ্বজুড়ে বিখ্যাত নাম ও মানুষের কাছে।’

তারা আরও জানিয়েছে, ‘তাদের নিয়মিত ক্রেতা কিম কাদার্শিয়ান সম্মানিত বোধ করেছেন, প্রিন্সেস ডায়নার মতো নারীর ব্যক্তিগত অলংকারটি  পেয়ে।’

ব্রিটেনের রাজবধূ ও কিং চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়না। তার হীরাসহ পান্নাজাতীয় মূল্যবান পাথরে মোড়ানো ‘এটলাস ক্রস’ নামের বিশেষ কন্ঠহারটি গলায় শোভা পেয়েছে মাত্র দুবার। প্রথমবার ১৯৮৫ সালের ২৯ এপ্রিল ‘পোপ জন পল ২’ এর সঙ্গে দুটি দেশের প্রধান হিসেবে প্রিন্স চার্লসের ব্যক্তিগত প্রথম আলোচনা সভায়, ভ্যাটিকানের অ্যাপোসটোলিক প্যালেসে। আর দ্বিতীয়বার ১৯৮৭ সালে একটি দাতব্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার এই ‘এটলাস ক্রস’ সবার নজর দারুণভাবে কেড়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + thirteen =