কেশব রায় চৌধুরীর কণ্ঠে ঈদের গান

ঈদুল-আজহা উপলক্ষে আগামী ৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হতে যাচ্ছে বিচারক কেশব রায় চৌধুরীর প্রথম মৌলিক গান ’সকাল সন্ধ্যা-রাত’। রোমান্টিক ধাঁচের এই গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী, সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটির বিশেষ অংশে কন্ঠ দিয়েছেন সিঁথি সাহা।

গানটির গানচিত্র নির্মাণ করেছেন যৌথভাবে কামরুল হাসান ইমরান ও আরাফাত সেতু৷ গানচিত্রে অভিনয় করেছেন মৌরী মাহ্দী ও সাদিকুর শিমুল। গানটি প্রকাশ হবে ”এন্ড এন্টারটেইনমেন্ট” ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে।

কেশব রায় চৌধুরী পেশায় একজন বিচারক। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকায় কর্মরত আছেন। বিচারক-সত্তার পাশাপাশি তিনি সংগীতের সাথেও সম্পৃক্ত রয়েছেন ওতপ্রোতভাবে।

এর আগে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সাথে গেয়েছেন ”পুরনো সেই দিনের কথা” রবীন্দ্রসংগীতটি , যেটি রিলিজ হয়েছিল সাউন্ডটেক থেকে। এছাড়া কিশোর দাশ আর সিঁথি সাহার সাথে তার গাওয়া রবীন্দ্রসংগীতের একটি পাঁচমিশালি সংকলন রিলিজ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =