কোক স্টুডিও বাংলায় শাহনাজ রহমতুল্লাহর গান গাইলেন ফাইরুজ নাজিফা

কিংবদন্তি সুরকার লাকী আখন্দ ও কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর প্রতি সম্মান জানানো হলো কোক স্টুডিও বাংলার নতুন গান ‘ঘুম ঘুম’ গানের ফিউশনের মাধ্যমে। গানটি গেয়েছেন প্রতিভাবান তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা। আর সংগীত প্রযোজক হিসেবে ছিলেন শুভেন্দু দাশ শুভ। রবিবার (২৩ জুলাই) বিকালে গানটি উন্মুক্ত হয় অন্তর্জালে।

মূল গানটি এস এম হেদায়েতের লেখা, লাকী আখন্দের সুর করা এবং শাহনাজ রহমতুল্লাহর গাওয়া। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘুড্ডি’-তে গানটি প্রথমবারের মতো ব্যবহৃত হয়। পাকিস্তান থেকে দেশে ফেরার পর, ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহর প্রথম গাওয়া গান। জনপ্রিয় এই চলচ্চিত্রটি সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে। সেই একই পরিবেশটি উঠে এসেছে এই গানে।

এই কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সাথে জ্যাজ সংগীতকে মিলিয়ে ফিউশন করেছে কোক স্টুডিও বাংলা। সোনালি দিনের অসাধারণ এই বাংলা গানটিতে নতুন প্রাণ দিয়েছেন তরুণ শিল্পীরা। জ্যাজের জাদুর সাথে নস্টালজিয়ার মিশ্রণে তৈরি হয়েছে চমৎকার একটি কম্পোজিশন। ল্যাটিন বিট গিটার, ট্রম্বোন ও ডাবল বেইজের সাথে মিশে শুভেন্দু দাশ শুভর সংগীতায়োজন এবং ফাইরুজের গম্ভীর কণ্ঠ শ্রোতাদের নিয়ে যায় এক জাদুময় অভিজ্ঞতায়।

ফাইরুজ নাজিফা বলেন, ‘কোক স্টুডিও বাংলা পরিবারের অংশ হওয়া, এই প্ল্যাটফর্মে পারফর্ম করতে পারা একটি চমৎকার অভিজ্ঞতা। লাকী আখন্দ ও শাহনাজ রহমতুল্লাহর মতো কিংবদন্তি শিল্পীদের সৃষ্টি করা গান কাভার করবো জানতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম। এই গানের প্রতি সুবিচার করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, সবাই গানটি উপভোগ করবেন।’

শুভেন্দু দাশ শুভ বলেন, ‘যে কোনও কালজয়ী গানে কাজ করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার, আমরা শিল্পীরা এরকম চ্যালেঞ্জ সবসময় উপভোগ করি। এই সিজনের জন্য নানা ধারার গান নিয়ে কাজ করা আমাদের পরিকল্পনায় ছিল এবং দর্শক-শ্রোতাদের সামনে জ্যাজ গান পরিবেশন করতে আমি খুবই আগ্রহী ছিলাম। ফাইরুজ থেকে শুরু করে এই গানের সাথে জড়িত ক্যামেরার সামনে ও পেছনের শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 7 =