কোভিড আক্রান্ত শাহরুখ খান

কোভিডে আক্রান্ত হয়েছেন শাহরুখ খান। সম্প্রতি বলিউডে এক ঝাঁক তারকা করোনা পজিটিভ। তাদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুরেরা। এই তালিকায় নবতম সংযোজন ‘বাদশা’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

কিং খানের অসুস্থতার কথা জেনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে মমতা লিখেছেন, ‘সদ্য জানলাম আমাদের ব্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান কোভিডে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুততম আরোগ্য প্রার্থনা করি। সুস্থ হও শাহরুখ! খুব তাড়াতাড়ি ছন্দে ফেরো!’

ইতিমধ্যে বলিউডে শুরু অন্য জল্পনা। করনের  জন্মদিনের পার্টিতে গিয়েই কি একঝাঁক তারকা করোনা সংক্রমিত হলেন? রীতিমতো আলোচনা শুরু হয়েছে তা নিয়ে। গত ২৫ মে ছিল করন জোহরের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে।

বলিপাড়ার খবর, করনের পার্টিতে অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সালমন খান, সাইফ আলি খান, কারিনা কাপুর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, টাবু, টুইঙ্কল খান্না, আনুষ্কা শর্মা, কারিশ্মা কাপুর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও। তার পরেই একে একে বলি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর। উদ্বেগের ছায়া টিনসেল নগরীতে।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − eleven =