কোহলি-রুট-উইলিয়ামসন-স্মিথের চেয়েও বেশি রান বাবরের

২০১৯ সাল থেকে বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বিশ্বের অন্যতম সেরা চার ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়বক স্টিভ স্মিথকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় বাবর।

২০১৯ সাল থেকে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাবরের রান ৪১৬২। ৮৬ ইনিংস ব্যাট করে ১১টি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৫।

বাবরের পর দ্বিতীয় সর্বোচ্চ রান কোহলির। ৯১ ইনিংস ব্যাট করে ৭টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরিতে ৫০ দশমিক ৭৫ গড়ে ৪০১০ রান করেছেন কোহলি।

৮৮ ইনিংসে ৪৯ দশমিক ৭৭ গড়ে ৩৯৮২ রান করে এক্ষেত্রে তৃতীয় স্থানে রুট। বাবরের সমান ১১টি সেঞ্চুরি করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি ১৬টি।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে উইলিয়ামসন ও স্মিথ। ৫৭ ইনিংস ব্যাট করে ৫৪ দশমিক ৭০ গড়ে ৭টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ২৭৩৫ রান উইলিয়ামসনের।

৫৩ ইনিংসে ৫৪ দশমিক ১০ গড়ে ২৬৫১ রান করেছেন স্মিথ। সেঞ্চুরি ৭টি ও হাফ-সেঞ্চুরি ১৫টি।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + seven =