কৌশানী মুখোপাধ্যায়ের জন্মদিন আজ

কৌশানি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন কলকাতা শহরে। তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। এরপর তিনি বি.কম বিষয়ে শিক্ষালাভ করেন হেরম্বচন্দ্র কলেজে। একই সময় তিনি মিস বিউটি অব কলকাতা সন্মানে সন্মনিত হন।

কৌশানি মুখোপাধ্যায় হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফল পায় দর্শক মহলে।

২০১৫ সালে কৌশানি রাজ চক্রবর্তীর পরিচালনায় রোমান্টিক সিনেমা ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন বনি সেনগুপ্তের বিপরীতে এবং সিনেমাটি বক্স অফিসে সফল ছিল। এরপর ২০১৬ সালে তিনি কেলোর কীর্তি সিনেমাতে তিনি অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন। এছাড়াও সিনেমাটিতে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব, যীশু সেনগুপ্ত এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান এবং সায়ন্তিকা বানের্জীও অভিনয় করেন।

২০১৯ সালে তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিৎ এর বিপরীতে ‘বাচ্চা শ্বশুর’ সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসেও সফল হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 12 =