ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা সাকিবের, উদ্বোধনীতে পাপন

তাকে নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। কিন্তু সাকিব আল হাসান সব কিছুকে জয় করেই সামনে এগিয়ে চলছেন নিজের মতো। সাকিব মানে শুধু কাড়ি কাড়ি টাকার বিনিময়ে পণ্যদূত হওয়া নয়, সাকিব তো রাখছেন মানবতার সেবারও অনন্য দৃষ্টান্ত।

আজ ২৪ মার্চ ছিল তার ৩৬ তম জন্মদিন। এমন শুভদিনে পাঁচ তারকা হোটেল রেডিসনে এক ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেটাঙ্গনের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ সন্ধ্যায় সাকিব আল হাসান জানান, সাবেক ক্রিকেটার ও ৯ জন মিলে তারা একটি ক্যানসার ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়েছেন।

ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি অনেক সময় অনেক কিছুর সঙ্গে জড়িয়েছি, চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যানসার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটিই কারণ। ক্যানসারকে সবাই মরণব্যাধি বলে। তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই।’

সাকিব যোগ করেন, ‘আমাদের স্বপ্নটা অনেক বড়। আমরা একটা ক্যানসার হাসপাতাল করার কথাও ভাবছি। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা থাকবে। তবে একদমই কম খরচে। মানুষ যে হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে। গর্ব করে বলবে, বাংলাদেশেও এমন একটি হাসপাতাল আছে।’

এদিকে সাকিবের জন্মদিনে ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানালেন, আজ যে সাকিবের জন্মদিন, তিনি সেটা জেনেছেন এখানে এসে।

সাকিবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাপন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম, সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =