ক্রিকেটার রাকিবুল-সাকিবকে নিয়ে বায়োপিক চান সৃজিত

ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি এবার আরও দুটি বাস্তব ঘটনা সেলুলয়েডের পর্দায় বুনতে চান। আর দুটোই ক্রিকেট ও বাংলাদেশকেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।বুধবার মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের অভিপ্রায়ের কথা জানালেন এই নির্মাতা।

সৃজিত বলেন, ‘আমার খুব ইচ্ছে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে (রাকিবুল হাসান ও সাকিব আল হাসান) নিয়ে চলচ্চিত্র তৈরি করার। বিষয়টি নিয়ে এখনও কারও সঙ্গেই কথা হয়নি। বাংলাদেশের ক্রিকেটে তাদের যে নাটকীয় ও অনবদ্য অবদান তা ভোলার নয়।’

রাকিবুল হাসান প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, ‘রাকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তখন তিনি নিজ দেশের নেতার উদ্দেশে  (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) কটু কথা বলায় পাকিস্তানি খোলেয়াড়কে শায়েস্তা করতেও দ্বিধা করেননি। আবার সবাই যখন পাকিস্তানের (অবিভক্ত) স্টিকার (তলোয়ার ও তারা) নিয়ে ব্যাট করতে নেমেছেন, তখন রাকিবুল সেটা তুলে ফেলে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে মাঠে নেমেছিলেন। তার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত।’

ঠিক একইভাবে সাকিবের বিষয়ও তুলে ধরেন সৃজিত। তিনি মনে করেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় খেলোয়াড়। এমনকি সাকিবের জন্যই সৃজিত বাংলাদেশের ভক্ত। তার এই অনবদ্য অবদানের কারণে তাকে নিয়েও সিনেমা বানানোর ইচ্ছে সৃজিতের।তার ভাষ্য, ‘তাদের দুজনকে নিয়ে এখনও বায়োপিক হয়নি- এটাই বিস্ময়ের।’

সৃজিত মুখার্জি ভারতীয় নির্মাতা হলেও তার আরও একটি পরিচয়- তিনি বাংলাদেশের জামাই। বিয়ে করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এই পরিচালক এসেছেন শ্বশুরবাড়ি অর্থাৎ ঢাকায়। আর এসেই ঢুঁ মারলেন মিরপুরের ক্রিকেট মাঠে।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =