ক্ষুদ্ধ রশিদ খান অধিনায়কত্ব ছাড়লেন

রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল ঘোষণার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছাড়লেন রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রশিদ নিজেই। তিনি জানান, বিশ্বকাপের দল নিয়ে তার সাথে নির্বাচকরা আলোচনা না করায় অধিনায়কত্বের পদ ছেড়েছেন রশিদ।

টুইটে রশিদ লিখেন, ‘অধিনায়ক হিসেবে এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার ছিল আমার। নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামতকে না নিয়ে দল ঘোষণা করেছে। আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’

আফগানিস্তানের টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব হিসেবে ৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার নেতৃত্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার আফগানদের।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =