খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও সরকার প্রধানের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীন ও যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ ও সরকার ও রাষ্ট্র প্রধানদের শোক প্রকাশ অব্যাহত আছে। শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা। এদিনে একদিনের সরকারি সাধারণ ছুটিসহ ৩ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে। আর বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে।  খবর বিভিন্ন অনলাইন পোর্টালে।

 

অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রী হারালো বাংলাদেশ: জাতিসংঘ

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রী হারিয়েছে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আন্তর্জাতিক এই সংস্থাটির অফিসিয়াল ফেইসবুক পেইজে এক শোকবার্তায় এক কথা উল্লেখ করেছে।

শোক বার্তায় উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে জাতিসংঘ।

বিবৃতিতে আরও বলা হয়, এই শোকাবহ মুহূর্তে মরহুম সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি জাতিসংঘ গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও প্রভাবশালী নেত্রীকে হারাল।

নরেন্দ্র মোদির গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় তিনি তাঁর সাথে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ, বাংলাদেশের উন্নয়ন ও ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নরেন্দ্র মোদি আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে ইংরেজি ও বাংলা ভাষায় পোস্ট করা এক শোকবার্তায় এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঢাকায় পরলোকগমনের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করে নরেন্দ্র মোদি বলেন, আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে।

শোকবার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

চীনের শোক, বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাত্রায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের নেতৃত্ব গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে স্বাধীনতার একনিষ্ঠ কান্ডারি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিনির্মাণে অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।

ইয়াও ওয়েন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তাঁর মনোবল, সাহস এবং নেতৃত্ব দেশবাসীকে অনুপ্রাণিত করেছে।

তিনি চীনা জনগণের একজন প্রিয় বন্ধু ছিলেন এবং দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান অনস্বীকার্য।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনা জনগণ সবসময় তাঁর কথা অত্যন্ত কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’ আগামীতেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।

চীনা রাষ্ট্রদূত আবারও গভীর সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন এবং চীন-বাংলাদেশ মৈত্রীর ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তাঁর ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে স্মরণ করেছে দেশটি।

আজ এক শোকবার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।’

তাঁর রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে দূতাবাস আরও বলেছে, ‘বেগম জিয়া দেশের আধুনিক ইতিহাস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের উন্নয়নে তাঁর নেতৃত্ব ছিল অগ্রণী।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =