গাজায় হামলার প্রতিবাদে মার্কিন কংগ্রেসের সামনে আরব অভিনেত্রীর বিক্ষোভ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৬তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় হামলা আরও জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েল।

ইজিপ্ট টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতময় পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে মার্কিন কংগ্রেসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আমেরিকায় বসবাসকারী ইহুদিদের অনেকে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। আর এই মিছিলে যোগ দিয়েছেন সিরীয় বংশোদ্ভূত আরব অভিনেত্রী সুজান নাদিম আলদিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সুজান। যেখানে মার্কিন কংগ্রেসের সামনে জড়ো হয়ে এই বন্ধের দাবিতে আন্দোলন করছেন ইহুদিদের অনেকে। কোনো ধরনের অজুহাত না দেখিয়ে ফিলিস্তিন ইস্যুতে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছে তাঁরা।

একজন শিল্পী হিসেবে সুজান মনে করেন, আরব ইস্যুতে বিশেষ করে ফিলিস্তিনের সমর্থনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জায়গা রয়েছে। যুদ্ধ এবং সংঘাতময় পরিস্থিতি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের আরব কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত, আমরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও উত্তোলন করেছি, যাতে ফিলিস্তিনে কী চলছে সেই সত্য গোটা বিশ্ব শুনতে পায়।’

এর আগেও বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিরিয়া সংকট নিয়েও নানা সময় আলোচনায় এসেছে সুজানের নাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − six =