অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সুনাম আছে পরিণীতি চোপড়ার। এত দিন তিনি গানটা করতেন শখের বশে। তবে এবার পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরিণীতি। গান রেকর্ডের জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে। এ প্রতিষ্ঠানের ব্যানারে নতুন গান প্রকাশ করবেন পরিণীতি, অংশ নেবেন কনসার্টেও।
নতুন এ যাত্রা শুরুর শুভক্ষণে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘গান আমার কাছে সব সময়ই ভালো লাগার জায়গা। অগনিত মিউজিশিয়ানদের স্টেজে পারফর্ম করতে দেখেছি। এবার সেই সংগীত দুনিয়ায় আমিও পা রাখলাম। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত। তবে সব ভয় দূরে রেখে গানের পথে যাত্রা শুরু করলাম। বলে বোঝাতে পারব না, আমি কী পরিমাণ খুশি।’
তবে গানে মন দিলেও অভিনয় চালিয়ে যাবেন, সে কথাও জানিয়েছেন পরিণীতি। জানা গেছে, এন্টারটেইনমেন্ট কনসালট্যান্টের ব্যানারে এ বছর বেশ কয়েকটি নতুন গান প্রকাশ করবেন তিনি।
এর আগে অনেক অনুষ্ঠানে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর গাওয়া গান প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন সময়। ২০১৭ সালে নিজের অভিনীত ‘মেরে পেয়ারি বিন্দু’ সিনেমায় ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানে কণ্ঠ দেন পরিণীতি। এরপর ২০১৯ সালে ‘কেশরি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানেও মুগ্ধতা ছড়ান। ২০২১ সালে ‘গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার ‘মাতলাবি ইয়ারিয়া’ও তাঁর সংগীত ক্যারিয়ারের উল্লেখযোগ্য গান। এ ছাড়া গত বছর রাঘব চাড্ডার সঙ্গে তাঁর যে বিয়ের ভিডিওটি প্রকাশ পায়, তার নেপথ্যে বেজেছে পরিণীতির কণ্ঠে ‘ও পিয়া’। অভিনয়ের মতো গানেও সাফল্য পাবেন পরিণীতি, এ প্রত্যাশা সবার।