গায়ক এখন শিক্ষক

দেশের সংগীতাঙ্গনে এ প্রজন্মের শ্রোতানন্দিত গায়ক ইউসুফ আহমেদ খান। জীবনের পথচলায় নতুন মাত্রা শুরু হলো তার। রাজধানীর সেনানিবাসে অবস্থিত বিএএফ শাহীন কলেজে সংগীত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসুফ। ৩ মার্চ এ নিয়োগ পান। সেদিনই কলেজে যোগ দিয়ে তিনি শিক্ষক হিসেবে দায়িত্বপালন শুরু করেন।

ইউসুফের জীবনের নতুন এ পথচলায় তার বাবা-মা, ভাই-বোন এবং তার সহধর্মিণী ভীষণ খুশি। ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, নানান সময়ে মুখ বুজে অনেক কিছু সহ্য করেছেন, মেনে নিয়েছেন। তাকে এমন একটি সুখবর দিতে পেরে কী যে ভালো লাগছে সত্যিই আমি বোঝাতে পারব না। আমার বাবা, ভাই-বোন, স্ত্রী লাসমী, বন্ধুবান্ধব ভীষণ খুশি আমার এমন খবরে। শিক্ষা সংযম-শৃঙ্খলা মেনে নিয়েই আমি মহান পেশা শিক্ষকতার দায়িত্ব যথাযথভাবে পালন-করে যাব। সবার দোয়া চাই, সহযোগিতা চাই। জীবন চলার নতুন এ পথ যেন ঠিকঠাকভাবে পাড়ি দিতে পারি।’

ইউসুফ আহমেদ খান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকতায় ব্যস্ত থাকলেও পরবর্তী সময়টুকু তিনি গানে মনোযোগ দেবেন। তিনি জানান, ঈদের বেশ কয়েকটি নতুন মৌলিক গান প্রকাশের কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =