গ্যালারী চিত্রকে শিল্পী মোস্তাফিজুল হকের চিত্র প্রদর্শনী

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের ‘ফিরে দেখা’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। ২৩ জুলাই, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে গ্যালারী চিত্রক আয়োজিত পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক নিসার হোসেন, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশবরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। প্রদর্শনীটি কিউরেট করেছেন সুমন ওয়াহিদ।

১৯৭৩-২০২২ পর্যন্ত প্রায় পঞ্চাশ বছরে শিল্পীর বিভিন্ন সময়ের আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে শিল্পীর ৫০টিরও অধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনী ৬ আগস্ট ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seven =