চট্টগ্রামে মাসব্যাপী ‘সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলন’

সংগীত ঐক্য বাংলাদেশ প্রথমবারের মতো সংগীতের জাতীয় উৎসব ও সম্মেলনের আয়োজন করেছে। মাসব্যাপী চলবে এই উৎসব। আগামী ১৭ জুন থেকে এটি শুরু হবে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠান সভাপতিত্ব করবেন সংগীত ঐক্য বাংলাদেশের সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =