চরিত্রের নামেই লেডি গাগার অ্যালবাম

জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান হোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিক্যুয়েল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার গল্প। এতে হোয়াকিনের বিপরীতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা। আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

হলিউড রিপোর্টার গতকাল জানিয়েছে, জোকারের মুক্তি উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছেন লেডি গাগা। প্রকাশ করছেন পুরো একটি অ্যালবাম। লেডি গাগা অ্যালবামটির নামও দিয়েছেন জোকারে তাঁর অভিনীত চরিত্রের নামে—‘হার্লে কুইন’। ১৩টি গান নিয়ে এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। ক্যারিয়ারের সপ্তম অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লেডি গাগা। এর মধ্যেই হার্লে কুইনের ঘোষণা গাগাভক্তদের কাছে বাড়তি পাওনা হিসেবেই ধরা দিল।

কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এলোমেলো বিভিন্ন লাইন পোস্ট করছিলেন গায়িকা। কখনো লেখেন, ‘আই অ্যাম রেডি ফর মাই ইন্টারভিউ’, এরপর ‘ডোন্ট টেল মি হোয়াট টু ওয়্যার’, ‘নো ডাক্ট টেপ নো মিশন’, ‘মুনডাস্ট গেটস এভরিহোয়্যার’ ও ‘স্টিল নট অক্টোবর’ লেখেন পৃথক পোস্টে। তখন ভক্তরা এসব পোস্টের উদ্দেশ্য বুঝতে না পারলেও এখন সবার কাছে স্পষ্ট, এসব তাঁর হার্লে কুইন অ্যালবামের গানের শিরোনাম। এগুলো ছাড়াও অ্যালবামে থাকবে ‘গুড মর্নিং’, ‘গেট হ্যাপি’, ‘ওহ, হোয়েন দ্য সেইন্টস’, ‘ওয়ার্ল্ড অন আ স্ট্রিং’, ‘দ্যাটস এন্টারটেইনমেন্ট’, ‘স্মাইল’, ‘দ্য জোকার’ ও ‘ফোলি আ ডিউক্স’ শিরোনামের গানগুলো।

টড ফিলিপস পরিচালিত জোকারের প্রথম পর্বটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার। তবে জোকার: ফোলি আ ডিউক্স অনেকটা মিউজিক্যাল ঘরানার। ভ্যারাইটি জানিয়েছে, ২০০ মিলিয়ন ডলার বাজেটের এ সিনেমায় ১৫টি পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে, সঙ্গে কিছু মৌলিক গানও থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − three =