চলচ্চিত্র পরিচালক নূর মোহাম্মদ মনি মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব শাহিন কবির টুটুল।

নূর মোহাম্মদ মনি কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ তিনি পরিচালক সমিতির তথ্য প্রযুক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নূর মোহাম্মদ মনি ১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নির্মাণ করেছেন প্রতিশ্রুতি, রাজা কেন সন্ত্রাসী, রসিয়া সুন্দরী, মালেকা সুন্দরী, পদ্মা আমার জীবন ছবিগুলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + eight =