চাঁদনী এবার গান গাইলেন

নাচ, মডেলিং আর অভিনয়ের পাশাপাশি চাঁদনী এবার গাইলেন গানও! তার গাওয়া প্রথম গান হতে যাচ্ছে এটি। নাম দিয়েছেন ‘জানি না’। এরমধ্যে নির্মাণ হয়েছে ভিডিও। তাতে মডেলও হয়েছেন তিনি। শিগগিরই এটি প্রকাশ হচ্ছে অন্তর্জালে। এমনটাই জানান চাঁদনী।

গানটির কথা লিখেছেন অভিনেত্রীর মা ফাতেমা বেগম। সুর করছেন ফারহান লাবিব আহমেদ। ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার।

চাঁদনী জানান, অনেক দিন আগে একটি টেলিফিল্মের জন্য তার মা গানটি লিখেছিলেন। কিন্তু টেলিফিল্মটি তৈরি না হওয়ায় নিজেই গানটিতে কণ্ঠ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলেন, ‘কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একান্ত ভালো লাগা থেকেই গানটি গাওয়া।’

এদিকে বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয়ে আবারও নিয়মিত হয়েছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন তিনি।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =