চার্লসের রাজ্যাভিষেকে গেয়েছেন মাশা

শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। তার রাজ্যাভিষেক অনুষ্ঠানে দলীয় সংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশের ‘ট্যাকা পাখি’ খ্যাত গায়িকা মাশা ইসলাম। বিবিসির আয়োজনে স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্য রাষ্ট্রের শিল্পীরা।

মাশাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ভার্চুয়ালি দলীয় এই গানে অংশ নিয়েছেন মাশাসহ ভারত, অস্ট্রেলিয়া, কানাডা এবং কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের শিল্পীরা। এই আয়োজনে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন মাশা। তিনি জানান, ‘হায়ার লাভ’ গানের নির্বাচিত অংশ গেয়ে রেকর্ড করে পাঠিয়েছিলেন। সেটা শুনেই ব্রিটিশ কাউন্সিল তাকে মনোনীত করেছিল।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − two =