চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ

এলাম, দেখলাম, জয় করলাম-এর মতোই ঢাকাই সিমেনায় স্থান করে নিয়েছেলেন চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। শুধু তাই নয়, অভিনয় তাকে দিয়েছে ‘প্রিয়দর্শিনী’ তকমা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। আজ তার জন্মদিন।

অভিনেত্রী মৌসুমী যে মানুষের হৃদয়ের কতটা গভীরে পৌঁছে গেছেন, তার প্রমাণ মানিকগঞ্জে তার জন্মদিন উদযাপন। বিভিন্ন সংগঠন ও অনুরাগীরা এই নায়িকার জন্মদিন উদযাপন করেন বটে। মৌসুমীর ফ্যান ক্লাবের সদ্যরাও প্রতিটি জন্মদিন বিশেষভাবে উদযাপন করে। উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে চলেছে মানিকগঞ্জে।

গত ১৬ বছর ধরে মানিকগঞ্জের একটি গ্রামের মৌসুমীর জন্মদিন উদযাপন করা হয়। গত কয়েকটি জন্মদিন মৌসুমীকে ছাড়াই উদযাপন করেছেন তার সেখানকার ভক্তরা। সন্তানদের জন্য কয়েক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। এবারও তাকে ছাড়া দেশের অনুরাগীরা উদযাপন করবেন প্রিয় অভিনেত্রীর জন্মদিন।

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিটি। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘দোলা’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ ছবিগুলোতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান তিনি। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

অভিনয়ের জন্য মৌসুমী কয়েবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এ ছাড়াও পেয়েছেন বাচসাস পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মননা। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন মৌসুমী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ২০০৫ সালে ‘মেহের নিগার’ সিনেমাটি পরিচালনা করেন তিনি। ২০১৬ সালে ‘শূন্য হৃদয়’ নামে একটি টেলিছবিও নির্মাণ করেন তিনি।

১৯৯৬ সালে ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু হয় মৌসুমীর। একই বছর ‘সুখের ঘরে দুখের আগুন’ ও ‘বউয়ের সম্মান’ সিনেমা দুটি প্রযোজনা করেন তিনি। মৌসুমী সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায়ও অভিনয় করেছেন। করেছেন উপস্থাপনায়ও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − two =