চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সেরা

সমর্থকদের ভোটে ২০২২/২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলের পুরস্কার জয় করে নিয়েছেন লিওনেল মেসি। পিএসজির জার্সি গায়ে বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে মেসি যে গোলটি করেছিলেন  সেটাকেই বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছে সমর্থকরা।

উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল প্রতিযোগিতার সেরা ১০ গোল বাছাই করে দেয়, সেখান থেকেই সমর্থকদের ভোটে সেরা গোল নির্বাচন করা হয়।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এইচ’এর প্রথম লেগে পর্তুগীজ ক্লাব বেনফিকার বিরুদ্ধে মেসি ২২ মিনিটে ট্রেডমার্ক ফিনিশিংয়ে কার্লিং শটে চোখ ধাঁধানো গোলটি করেছিলেন। যদিও উয়েফার অফিসিয়াল লিস্টে মেসির গোলটি ছিল তৃতীয় সেরা। উয়েফা তাদের টুইটারে ভোটের ফলাফল প্রকাশ করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ম্যাচটি পরবর্তীতে ১-১ গোলে ড্র হয়। ডানিলো পেরেইরার আত্মঘাতি গোলে এক পয়েন্ট নিশ্চিত হয় বেনফিকার।

আর্জেন্টাইন সুপারস্টার মেসির পিএসজির সময়টা মোটেই ভাল যায়নি। এবারের গীষ্মে তিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষনা দিয়েছেন। এর মাধ্যমে পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ হলো। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে সাত ম্যাচে মেসি চার গোল করেছেন।

ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যানেচস্টার সিটির আর্লিং হালান্ডের এ্যাক্রোবেটিক গোলটি বিষেশজ্ঞদের তালিকায় শীর্ষে থাকলেও সমর্থকদের ভোটে তৃতীয় স্থান লাভ করেছে। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের গোলটি দ্বিতীয় স্থান লাভ করেছে। মূল তালিকায় ভিনির গোলটি ছিল ষষ্ঠ স্থানে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − five =