জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন আজ

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন আজ। তিনি ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। অনাগ্রহ থেকে শমী কায়সার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেননি, তবে ভিন্ন ধারার একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। শমী শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদুল্লাহ একজন লেখক-ঔপন্যাসিক। তার মা পান্না একজন লেখক এবং সাবেক সংসদ সদস্য।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো পরিকল্পনা ছিল না তার। এইচএসসি শেষ করে স্থাপত্যকলায় পড়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এইচএসসি পড়ার সময়ই আতিকুল হক চৌধুরীর কাছ থেকে অভিনয়ের প্রস্তাব আসে। ‘প্রথম নাটকের সাফল্য আমাকে অভিনেত্রী হতে অনুপ্রাণিত করে’ বলেন এই অভিনেত্রী।

এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার ২০০৫ সালের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সর্বশেষ নাটকের কাজ করেন। আলী বশিরের প্রযোজনায় এবং মান্নান হীরার পরিচালনায় নাটকটির নাম ‘নোনা জলের কাব্য’। প্রায় সাত বছর বিরতির পর ‘প্যারালাল ইমেজ’ টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে আবার ফিরে আসেন।

ভালো চিত্রনাট্যের অভাব এবং নিজস্ব প্রোডাকশন হাউজ ধানসিঁড়ি নিয়ে ব্যস্ততাই তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে রেখেছিল। শমী কায়সারের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ভারতীয় নির্মাতা রিঙ্গোকে ভালোবেসে বিয়ে করেছিলেন তখনকার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তবে মাত্র দুই বছর আয়ু ছিল এই দাম্পত্য জীবনের।

২০০৮ সালের ৬ অক্টোবর তারিখে শমী কায়সার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত এ রহমানকে বিয়ে করেন। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে শমী কায়সার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। বরের নাম রেজা আমিন সুমন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + 10 =