জন্মদিনে বাগদান হলো মিমের

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে: রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেইসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম। হবু বরের নাম সনি পোদ্দার; কুমিল্লার ছেলে। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।

বাগদানের আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ফেরদৌস, পূর্ণিমা, পরিচালক রায়হান রাফিসহ অল্প কয়েকজন উপস্থিত ছিলেন।

মিমকে শুভেচ্ছা জানিয়ে ফেরদৌস বলেন, “নতুন জীবনে পদাপর্ন করল মিম। দু’জনের জন্য শুভকামনা থাকল।”

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 16 =