জয় দিয়ে ডিপিএল শুরু শেখ জামাল ও প্রাইম ব্যাংকের

জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করলো শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল ৬ উইকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে এবং প্রাইম ব্যাংক ৭১ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

শেখ জামাল-গাজী টায়ার্স:

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলিং নৈপুন্যে ৪৭ দশমিক ৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় গাজী টায়ার্স। দলের হয়ে একাই লড়াই করেছেন ওপেনার আশিকুর রহমান শিবলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ১৩৩ বলে অপরাজিত ৮৯ রান করেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটার শিবলি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি। উদ্বোধনী জুটিতে ১২১ বলে ৭৬ রানের জুটি গড়েন তারা। এরপর ব্যাটিং ধ্বস নামলে  ৭৭ রানে শেষ ৯ উইকেট হারায় গাজী টায়ার্স।

তৃতীয় সর্বোচ্চ ১০ রান করেন জুবারুল ইসলাম। এছাড়া বাকী আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। শেখ জামালের টিপু সুলতান ৩০ রানে ৪টি এবং রিপন মন্ডল ২৯ রানে ২ উইকেট নেন।

জবাবে ১১০ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৪৫, ইয়াসির আলি অপরাজিত ৪৪ রান করেন। গাজী টায়ার্সের  পেসার মারুফ মৃধা ৩টি উইকেট নেন।

প্রাইম ব্যাংক-শাইন পুকুর:

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পেসার হাসান মাহমুদের বোলিং নৈপুন্যে ১৯৬ রানের পুঁজি নিয়েও জয় পেয়েছে  প্রাইম ব্যাংক। ১০ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন হাসান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ১৯৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। স্বীকৃত ব্যাটারদের মধ্যে লজ্জা দিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন দশ নম্বরে নামা নাজমুল ইসলাম। শেষ উইকেটে ৬৯ রান যোগ করেন নাজমুল ও রুবেল হোসেন। ২৩ রানে অপরাজিত থাকেন রুবেল। টপ-অর্ডারে ওপেনার শাহাদাত হোসেন ২৮ ও নাইম হাসান ২৫ রান করেন। শাইনপুকুরের মুকিদুল ইসলাম ৪টি ও আরাফাত সানি ৩ উইকেট নেন।

জবাবে হাসানের সাথে স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে ৪১ দশমিক ৫ ওভারে ১২৫ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন দশ নম্বরে নামা আরাফাত। এছাড়া ওপেনার জিশান ইসলাম ২৭ রান করেন।

প্রাইম ব্যাংকের হাসান ৪টি ও সানজামুল ৩টি উইকেট নেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 5 =