‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলা-নাঈম

পরিচালক অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ নামে একটি সিনেমায় জুটি বেঁধে দর্শকদের সামনে আসছেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম।

সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পরিচালক। সিনেমার গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

একসঙ্গে প্রথমবারের মতো কোনো সিনেমায় কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমার প্রথম লটের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; বৃহস্পতিবার থেকে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন মিথিলা-নাঈম।

তারা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম পাভেল, মুনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিড রেহানসহ অনেকে। এ সিনেমায় গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও ইমরান। সিনেমাটোগ্রাফিতে আছেন রায়হান খান।

এর আগে ‘জাগো’ সিনেমায় অভিনয় করেন নাঈম; সিনেমাটি মুক্তির পাওয়ার প্রায় এক দশক পর দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। ঢাকার ‘কসাই’ টালিগঞ্জে ‘মায়া’সহ মিথিলার বেশ কয়েকটি সিনেমার শুটিং চলছে ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 2 =