জানুয়ারিতে বিশ্বে খাদ্যমূল্য অব্যাহতভাবে কমেছে: ফাও

রোম, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) খাদ্য মূল্য সূচক জানুয়ারিতে কমেছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ফাও আরো বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে।

ফাওয়ের খাদ্য মূল্য সূচক বিশ্ব  বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে  গমের রপ্তানী মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ  কমেছে। এছাড়া ভূটার দামও কমেছে।

এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে ফাও জানিয়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 15 =