জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণ ধরা পড়েছে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর রক্তের সংক্রমণ নিয়ন্ত্রণে দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার দুপুর থেকে এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাফরুল্লাহর কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক মামুন মোস্তাফী। মামুন বলেন, “তিনি নিবিড় পর্যবেক্ষণে ও ভেন্টিলেশনে আছেন।“

এদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের এ মেডিকেল বোর্ডের বৈঠকের পর তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরীর রক্তে সংক্রমণ ধরা পড়েছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে মেডিকেল বোর্ডের দেওয়া ওষুধে ইতিবাচক সাড়া মিলেছে।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, এদিন সকাল ১০টায় নগর হাসপাতালে মেডিকেল বোর্ড পর্য়ালোচনা বৈঠকে বসে। এতে নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এবিএম আবদুল্লাহ, অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারীসহ গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্ট চিকিৎসকরা ছিলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কোভিড আক্রান্ত হওয়ার পর কিডনি সমস্যার পাশপাশি লিভারে সমস্যা দেখা দেয়। এছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + twelve =