জাহারা মিতু ‘সইর্ষার ফুল’ নিয়ে আসছেন

আইটেম গার্ল হয়ে আসছেন চিত্রনায়িকা জাহারা মিতু। এবার ঈদে তিনি হাজির হচ্ছেন মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’ নিয়ে। বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় ঈদুল আজহা উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত আরটিভি মিউজিকে আসছে ভিডিওটি।

সৈয়দ আশিক রহমান প্রযোজিত, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে আরজু আহমেদ পরিচালিত হয়েছে ‘সইর্ষার ফুল’। এতে কোরিওগ্রাফি করেছেন মোফাসসল আলিফ। গানটি লিখেছেন এ মিজান (মিজানুর রহমান)। সুর দিয়েছেন শওকত আলী ইমন আর গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।

জাহারা মিতু জানান, ‘ঈদে যেহেতু আমার কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না, তাই দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে বিশেষ উপহার। আশা করছি ঈদের আনন্দ দ্বিগুণ হবে এই গানটির মাধ্যমে।’

জাহারা মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’ (২০২২)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − twelve =