জুনে আসছে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম

শ্রোতাপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’। জুনে মাসে তাদের দ্বিতীয় অ্যালবাম বাজারে আসছে। এ অ্যালবামে ১৬টি গান থাকবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। তিনি বলেন, আমাদের দ্বিতীয় অ্যালবামের কাজ শেষের দিকে। আগামী জুনে শ্রোতারা আমাদের নতুন গান শুনতে পাবেন। এ অ্যালবামে ১৬টি গান থাকবে। মানে দুইটি অ্যালবাম প্রকাশ পাচ্ছে এক সঙ্গে।

০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কীবোর্ড)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =