জোলির বিরুদ্ধে পিটের মামলা

যৌথভাবে কেনা আঙুর খেত বিক্রি করে দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এ বিষয়ে জোলি এখনো কোনো মন্তব্য করেননি। ২০১৬ সালে পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন জোলি। তাদের ৬ সন্তান আছে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, হলিউডের তারকা এই সাবেক দম্পতি যৌথবাবে ২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি ও আঙুর খেত নিয়ে গঠিত শ্যাতু মিরাভেল নামের ওই সম্পত্তি কেনেন। ৬ বছর পর ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে পিটের পক্ষ থেকে এ সংক্রান্ত আইনি নথি দাখিল করা হয়েছে। ব্র্যাড পিটের আইনি নথিতে অভিযোগ করা হয়েছে, পরস্পরের অনুমতি ছাড়া ওই সম্পত্তির কোনো অংশ বিক্রি না করার শর্ত ছিল জোলি-পিটের মধ্যে। কিন্তু জোলি শর্ত ভেঙে পিটের অনুমতি ছাড়া রাশিয়ার এক ব্যবসায়ীর কাছে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন।

পিটের আইনজীবীরা বলছেন, ওই আঙুর খেতে পিটের অনেক বিনিয়োগ আছে। পিটের ব্যবসার ক্ষতি করার জন্যই এ কাজটি করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 5 =