জয়ার সিনেমা ‘ঝরা পালক’ বাংলাদেশে মুক্তি পেতে পারে

কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত টলিউডি সিনেমা ‘ঝরা পালক’ কলকাতার বাইরে বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়; সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

বৃহস্পতিবার নির্মাতা জানান, ১৫ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে ‘ঝরা পালক’ মুক্তি পাবে; একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির চেষ্টা করছেন তিনি।

জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির পরিকল্পনা নিয়ে টালিগঞ্জের নির্মাতা সায়ন্তন বলেন, “জীবনানন্দ দাশের জীবনের অনেকটা অংশ জুড়ে বরিশাল, বাংলাদেশ জড়িয়ে আছে। ফলে কাজটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। জীবনানন্দ দাশের পাশাপাশি জয়া আহসানও এই সিনেমার আরেকটি ফ্যাক্টর।”

২৫ ডিসেম্বর বড়দিনে সিনেমার প্রোমো প্রকাশ করা হবে; কলকাতায় সেই আয়োজনে যোগ দেবেন ব্রাত্য বসু, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা। সেই আয়োজনের আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান পরিচালক।

সিনেমা হলে মুক্তির আগে ২০২২ সালের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানান সায়ন্তন।

এ সিনেমায় কবি ও শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 19 =